কবিতার বই প্রকাশ করতে চাই Kobitar Boi Prokash Korte Chai
আমি মোঃ আরিফ হোসেন সর্দার, bangla-kobita.com এর একজন নিয়মিত লেখক। আমি প্রায় এক হাজারের মতো কবিতা প্রকাশ করেছি( কিছু এখানে, কিছু অন্য মাধ্যমে)। এখন কথা হল আমি একটি কবিতার বই প্রকাশ করতে চাই। কেউ যদি আমাকে বলেন, এমন কোন প্রকাশনী আছে কিনা যারা তাদের নিজের খরচে আমাকে বই প্রকাশ করতে দেবে।যদি এমন কোন প্রকাশনী কারো জানার মধ্যে থাকে তাহলে আমাকে জানালে অশেষ কৃতজ্ঞতা থাকবে। এই আসরের একজন কবি হিসেবে আমি আপনাদের দোয়া প্রার্থী। সকলের মঙ্গল কামনা করছি। সবাই ভাল থাকুন। পরিশেষে আবারো সকলের শুভাশিস প্রার্থনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।
আলোচনাটি ৪৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৪/০৯/২০২২, ০৪:৫১ মি: