হে আমার ঈশ্বর আমাকে ক্ষমা কর। ক্ষমা কর তোমার নিজ গুনে। যে গুনে ক্ষমা কর পাহাড়-পর্বত, নদী-নালা, গাছ-পালা' সে গুনে আমাকে ক্ষমা কর। তুমি যদি ক্ষমা না কর আমি কোথায় যাব?   একদিন ক্ষমা করেছিলে বিষাক্ত সাপ আজ ক্ষমা করলে কচ্ছপ অথচ আমায় ক্ষমা করলেনা। তুমি যদি ক্ষমা না কর আমি কোথায় যাব? তুমি ক্ষমা করবে বলেই কি আমি বসেছিলাম মোহিনী নদীর তীরে শত সহস্র বছর! অথচ আমায় ক্ষমা করলেনা।

হে আমার ঈশ্বর আমাকে ক্ষমা কর। ক্ষমা কর তোমার নিজ গুনে।

হে আমার ঈশ্বর জানি তুমি সব জান। তুমি জান আমার মনের ভিতর কি কথা খেলতেছে। কাজেই তুমি আমাকে ক্ষমা কর। ক্ষমা কর তোমার নিজ গুনে।

ঈশ্বর আল্লাহ বিধাতা যে নামেই তোমাকে ডাকি কম হয়ে যায়। কাজেই আমি তোমাকে অবিনশ্বর নাম দিলাম।তুমি আমাকে ক্ষমা কর। ক্ষমা কর তোমার নিজ গুনে।

তোমার ক্ষমার আশা কে না করে?  সামান্য দুষ্টু পোকা থেকে শুরু করে আকাশের তারা সবাই করে। কাজেই তুমি আমাকে ক্ষমা কর। ক্ষমা কর তোমার নিজ গুনে।