অমর একুশে বইমেলা ২০২৫ (  সোহরাওয়ার্দী উদ্যান)  এ তৃণলতা প্রকাশনীর স্টল ( ২৪২ নং স্টল, বটগাছের কাছে)  পাবেন আমার গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '।  বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে, যা সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রকাশিত। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন সর্দার। এছাড়া বইটি রকমারি ডট কম, শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত ঢাকা, জাহানারা বুক হাউজ, বাংলাবাজার, সদরঘাট, ঢাকা পাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ মোঃ আরিফ হোসেন এ গিয়েও আমার কবিতা পড়তে পারেন। আমার ইমেইল আইডি arif08273@gmail.com এ আমাকে মেইল  করতে পারেন।

ফেসবুক আইডি মোঃ আরিফ হোসেন  এর লিংক www.facebook.com/moh.aripha.hosena.২৩২৪৭৩