(১) কালো গোলাপ
কালো গোলাপ কে না ভালবাসে? কালো গোলাপ সবাই ভালবাসে।
আমি মোহিনীকে বলেছিলাম তুমি কালো গোলাপ ভালবাস? সে বলেছিল, হ্যাঁ।
আমি তখন তাকে একটি কালো গোলাপ এনে দিয়েছিলাম।
সে তখন অনেক খুশি হয়েছিল।
আমি আবার যেদিন সাংহাই যাব কাল গোলাপ সাথে করে নিয়ে যাব।
আমার সাংহাই সফর অনেক আনন্দময় হবে।
কাল গোলাপ তুমি এত সুন্দর কেন! তোমাকে দেখলেই আমার কিছুনাকিছু দিতে ইচ্ছে হয় কেন!
(২) রক্তজবা
একটি রক্তজবা ভালবাসি।একটি রক্তজবার জন্য জীবন দিতে পারি।
সেই রক্তজবা' কোথায়?
সেটি ৫০১ মাইল দূরে।
আমি একদিন সেখানে যাব।