স্বপ্নের শহর কায়রো।সেখানে যাইনি, যাইনি আমি।
মোর প্রেমিকা যেন সেখানে বসে গল্প করতেছে।
সেখানে গিয়ে কবিতা লিখব।
লিখব, কেমন করে তুমি এখানে এলে?
কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা বুঝি সেখানে একদিন একরাত দিন কাটিয়ে আনন্দে উচ্ছ্বলিত হয়েছিল।
সেখানে চাঁদ উঠে, ফুল ফুটে।
সেখানে গিয়ে কবিতা লিখব, কেমন করে এমন হলে?
তার বুকে একটি ফুল চন্দন এঁকে দেব।বলব, কেমন করে এমন হলে?
বলবে, তাকে( কোন এক সুন্দরী) আমি দেখেছি।
বিশ্ব শ্রেষ্ঠ রমনী ক্লদিয়া শিফার এখানে এসেছিলেন।
বললেন, আমার জনম সার্থক।
যে ফুলটির অপেক্ষা করে গোলাপ, যে ফুলটির অপেক্ষা করে রাফলেশিয়া; সেটি বুঝি এখানে ফুটবে।
যতই দিন যায় তার কথা মনে পড়ে।তার নাম বুঝি শুকতারা।
আকাশে যদি ফুটত তাহলে কেমন লাগত!
কায়রোর বুকে জন্মেছিলেন গ্রীবা-নার্গিস।তিনি আজ নেই।
থাকলে হয়তো কায়রোর দিকে গ্রীবা উঁচু করে ধরতেন।