(১) কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া দেখলে ভাল লাগেনা এমন লোক পাওয়া যাবেনা।
কৃষ্ণচূড়া দেখলেই সবার মন চায় বলি, ভালবাসি।
কৃষ্ণচূড়া যদি একদিন না হাসে সবার খারাপ দিন যায়।
কৃষ্ণচূড়া সবচেয়ে বেশি হেসেছিল বৃহস্পতিবার সেদিন সবার অশেষ আনন্দময় দিন গিয়েছিল।
(২) প্রেমের পরশ পাথর
তুমি আমার এমন একটি ফুল যা বার বার ছুঁতে ইচ্ছে করে।ছুঁয়ে বলি, আমি আমার সবচেয়ে সুন্দর ফুলটি ছুঁলাম।
তুমি আমার এমন একটি কবিতা যা বার বার পড়তে ইচ্ছে করে। পড়ে বলি, আমি আমার সবচেয়ে সুন্দর কবিতাটি পড়লাম।
তুমি আমার এমন একটি গান যা বার বার শুনতে ইচ্ছে করে। শুনে বলি আমি আমার সবচেয়ে সুন্দর গানটি শুনলাম।
তুমি এমন কেন? তোমাকে মনে হয় আমি হাজার বছর আগে স্বপ্ন দেখেছিলাম।