(১) ফুল
ঐ ফুলটি হেসেছিল সোমবার ; সোমবার কত আনন্দ হয়েছিল।
ঐ ফুলটি হেসেছিল রবিবার ; রবিবার কত আনন্দ হয়েছিল।
ঐ ফুলটি হেসেছিল শনিবার ; শনিবার কত আনন্দ হয়েছিল।
ফুল হাসলেই আনন্দ হয়।
ফুল কেন বার বার হাসেনা?
(২) ভালবাসা-১৩
আমি তোমাকে ভালবাসি।
তুমি আমাকে ভালবাস?
হ্যাঁ, বাসি।
তোমাকে ধন্যবাদ।