(১) ভালবাসা-২১

তোমাকে দেখতে দেখতে হাজার বছর কেটে গেল।
এই হাজার বছরে কি দিয়েছি?
একটিমাত্র ফুল।
একটি ফুল দিলে কি চলে?
লাখ ফুল দিতে হয়।
লাখ ফুল কবে দেব সে অপেক্ষায় আছি।

(২) তুমি আমার ভালবাসা

যখব একটি গান গাই তোমার কথা মনে পড়ে।
যখন একটি কবিতা লিখি তোমার কথা মনে পড়ে।
যখন একটি ছবি আঁকি তোমার কথা মনে পড়ে।

তোমার কথা মনে পড়েনা কখন?
তোমার কথা মনে পড়ে সবসময়।

কেন?
আমি তোমাকে ভালবাসি।

এ ভালবাসার যেন শেষ না হয়।