(১) প্রতিশোধ

কাকে ভালবেসে এ জীবন নিঃশেষ হয়েছে?
সুবর্ণাকে।
সেই সুবর্ণা কি করল?
বেইমানী।
সুবর্ণাকে কি করা উচিত?
সুবর্ণাকে হত্যা করা উচিত।

(২) বিরহ

তোমাকেতো বলেছি তোমাকে আমি ভালবাসি।
অথচ তুমি বুঝলেনা।
তুমি বুঝলে কি?
তুমি বুঝলে ছলনা।
এ আমার কি?
এ আমার দুঃখ।

(৩) অনন্ত ভালবাসা

তোমার সুখে কাঁদি আমি তোমার সুখে হাসি।
কেন?
তোমাকে আমি ভালবাসি।

এ ভালবাসার যেন শেষ না হয়।

(৫) ভালবাসা সীমাহীন

কাল যে ফুলটি ফুটেছিল সেটি তোমার কথা বলেছিল।
আজ যে ফুলটি ফুটল সেটিও তোমার কথা বলল।
কেন?
তুমি আমাকে ভালবাস।

এমনি করে ভালবেসে যেও।

(৬) তুমি আমার সুন্দর

কালও তুমি আমার ছিলে।
আজও তুমি আমার।

এমনি করেই তুমি আমার থেকো।

এমনি করে তুমি আমার থাকলে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটি সবচেয়ে সুন্দর লাগে।