(১) অমর প্রেম
তোমার নাম হাওয়া, আমার নাম আদম।
আমরা ভালবাসাবাসি করি।
আমরা একে অপরকে ছাড়া বাঁচিনা।
আমরা একে অপরের থেকে দূরে গেলে যেন মরে যাই।
আমাদের এমন জনম যেন বিধি আবার দেন।
(২) বিশ্বভালবাসা দিবসের কবিতা
আজ ১৪ই ফেব্রুয়ারী।
আজ ভাল করে ভালবাসব।
আজ শুধু বলব, তুমি আমার।
আজ শুধু আনন্দ হবে।
আজ কেউ না বলতে আসলে তাকে না বলে বিদায় করে দেব।
আজ কবিতাকে একটি চিঠি লিখব। লিখবঃ তুমি আমার সুন্দর, তুমি আমার কবিতা, তুমি কত সুন্দর ছিলে, তুমি আবার একদিন এসো সেদিন ভালো করে ভালবাসব।
এমন একটি দিনের জন্যইতো অপেক্ষা করেছিলাম। সেদিন আজ আসল। কি আনন্দ আমার।