(১) আত্মার আত্মীয়
ববিতা ও সবিতা দুই বোন।
তারা একে অপরকে ভালবাসে।
ববিতা বলে 'তুমি আমার' সবিতা বলে 'তুমি আমার'। এইভাবে দিন যায়।
তারা একে অপরকে ছাড়া বাঁচেনা।
একদিন ববিতা পথের ধারে বেড়াতে গেল। সেখানে বাঘের কামড়ে তার মৃত্যু হল।
সেই থেকে সবিতার মন খারাপ। সে বোন ছাড়া বেঁচে থাকার চেয়ে না থাকাই ভাল মনে করে ।
(২) তুমি আমার -২৫
কালও তুমি আমার ছিলে আজও তুমি আমার।
এমনি করে তুমি আমার থেকো।
তুমি আমার থাকলে সব সুন্দর।
তুমি আমার ছিলে গত বৃহস্পতিবার সেদিন আকাশের বুকে রং ধরেছিল।
আজ তুমি আমার নেই আকাশের বুকে রংও নেই।
আবার যেদিন তুমি আমার হবে সেদিন আবার আকাশের বুকে রং হবে।