(১) চাঁদনী রাত
চাঁদনী রাতে কথা বলতে ভাল লাগে।
চাঁদনী রাতে একা একা হাঁটতে ভাল লাগে।
চাঁদনী রাতে ফুল,পরীদের ছবি আঁকতে ভাল লাগে।
চাঁদনী রাত এমন কেন এ প্রশ্ন করেছিল কবি যতীন্দ্র নাথ বাগচী।তাকে আমি বলেছিলাম, চাঁদনী রাত এমনই হয়। সেই থেকে যতীন্দ্রনাথ আর ঘুমায়না।
(২) ভালবাসি
গতকাল শুক্রবার ছিল গতকাল তুমি আমাকে ভালবেসেছিলে।
আজ শনিবার, আজ তুমি আমাকে ভালবাসনা।
এমন কেন?
শুধু শুক্রবার এলেই তুমি আমাকে ভালবাসবে এটা কোন কথা?
তুমি আমাকে প্রতিদিন ভালবেসো।