(১) সুপ্রিয়া তুমি আমার প্রেম
আমি সুপ্রিয়াকে তিন বার বলেছি ভালবাসি।
সে বিশ্বাস করেনি।
শেষে চতুর্থ বার বললাম তখন সে বিশ্বাস করল।
তখন আমি বললাম, সুপ্রিয়া তুমি চাইলে হাজার বার বলতে পারি।
(২) সুরঞ্জনা-২
পদ্মা নদীর ঘাটে বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটি ফুল দেখে অভিভূত হয়ে গেলাম।
সে ফুলটি আমার প্রিয়া সুরঞ্জনার খোঁপায় গুঁজে দিলাম।
সুরঞ্জনা অনেক খুশি হল।
তখন সুরঞ্জনাকে বললাম, তোমাকে প্রতিদিন এমন একটি ফুল গুঁজে দেব।
সুরঞ্জনাকে নিয়ে তালতলার মেলায় ঘুরতে গেলাম।
সুরঞ্জনা তখন ফুলটি ফেলে দিতে চাইল।
আমি বললাম ফুলে তোমায় সবচেয়ে সুন্দর লাগে।
সুরঞ্জনা তখন ফুলটি বার বার নাড়তে থাকল।