( ১) মা-২
আমার মা প্রচন্ড যত্নশীলঃ আমাকে রান্না করে খাওয়ান, অসুখ হলে ওষুধ এগিয়ে দেন।
একদিন আমি খাদে পড়ে আছি, মা আমাকে টেনে তুলেন।মাকে বললাম, তুমি অনেক কষ্ট পেয়েছ। মা বলেন, তুই বেঁচে আছিস এটাই বড় কথা।
একদিন আমি বাজারে গিয়ে ফিরতে দেরি হয়।মা আমার চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েন।বাড়ীতে এসে দেখি মা অসুস্থ। আমি বললাম, মা তুমি অসুস্থ! মা বলেন, তুই ফিরেছিস এটাই বড় কথা।
কাজেই সবাইকে বলবঃ মায়ের প্রতি যত্নশীল হও, মা হারালে বুঝবে মা কি জিনিস।
(২) মনোলোভা
সবচেয়ে সুন্দর সবচেয়ে মনোরম মনোলোভার হাসি।
সেই মনোলোভা আমাকে বলেছে ভালবাসবে।
মনোলোভা তুমি আমাকে ভালবাস?
হ্যাঁ, বাসি।
এমন সুন্দর দিন আর হয়না।
(৩) ভালবাসার বৃষ্টিপাত
সুমী সুমী তুই কাকে ভালবাসছ?
জয়নালকে।
জয়নাল কাকে ভালবাসে?
অন্যকে।
তাহলে তুই কি করবি?
আত্মহত্যা করব।
তুই আত্মহত্যা করিসনা আমি তোকে ভালবাসি।
সত্যি?
হ্যাঁ, সত্যি।