(১) তুমি আমার কবিতা -৯
তুমি এমন একটি ফুল যা বার বার হাতে লইতে ইচ্ছে হয়।
তোমাকে দেখলে আর কোনকিছু মন চায়না।
অথচ তোমাকে দুঃখ দিয়েছে কামাল।
কামালের কি এ কাজ করা উচিত হয়েছে?
কামালের উচিত মরে যাওয়া।
(২) তুমি আমার কবিতা -১০
তোমাকে একটি ফুল দিয়েছিল আজম।
সে আজম মারা গেছে।
তুমি এখন কি করবে?
তুমিও কি মরে যাবে?
তুমি মরে যেওনা।
আমি তোমাকে সবচেয়ে সুন্দর ফুলটি উপহার দেব।
(৩) তোমার নাম নীলাঞ্জণা
যেভাবেই দেখি তুমি সুন্দর।
তুমি যেন কবিতার কবিতা।
তোমাকে দেখলে মনে হয় স্বর্গের পরী।
তুমি কেমন করে এমন হলে সে গল্পটি যদি আমাকে বলতে।