(১)প্রিয় কবিতা
সুকান্ত, রবীন্দ্রনাথ, সুনীল- কেউ কবিতা লিখতে পারেনি।
লিখেছি আমি।
সে কবিতা, তুমি আমার।
সে কবিতা আমাকে জগৎ চিনিয়েছে।
সে কবিতা চিনেছি বলেই আমি জগতের মহা রানী।
(২) কোন একজনাকে...
তোমায় পেলে গলা জড়িয়ে ধরতাম।
তোমায় পেলে অঙ্গারের মালা পরাতাম।
তোমায় পেলে হাতির শুঁড় মাথায় ঝুলাতাম।
তুমি কবে আমার হবে?
সেদিন যে এ পৃথিবী আলো করে এক বিশাল ঝড়-বৃষ্টি হবে।
(৩) কবি হলেন একজন
ধন্য এ পৃথিবী, ধন্য রাজা;
তুমি এসেছ।
ঐ দূর পদ্মার পাড়ে বাজ পাখির আওয়াজ শোনা যায়।
বঙ্গোপ কেঁদে ওঠে কোন্ সুরে!
আমি যে আদালতের সবচেয়ে বড় সাক্ষীকে পেয়েছি।
মা বলেছেন, পেয়েছিস পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে।
লুম্বিনী গেলে তোমার কথা মনে পড়ে।
বাকীংহাম গেলে তোমার কথা মনে পড়ে।
পৃথিবীর সব পাওয়া পেয়েছি। সব শেষের শেষ আছে। এ শেষের শেষ কোন্ দিগন্ত-রেখার কাছে লিখিত।