(১) প্রিয় কবিতা
কোনদিন লিখিনি।
আজ লিখলাম।
মনের মত কবিতা।
এ কবিতা লিখতে পারলে বলতাম আমি লায়লাকে খুঁজে পেয়েছি।।
(২) তুমি আমার
আবার কবিতা লিখব।
আবার মরব।
আবার গান গাইব।
আবার বলব তুমি আমার।
এভাবেই দিন যাবে।
এভাবে দিন গেলে বলব, সে জনাকে খুঁজে পেয়েছি।
সে জনাই জীবন।
সে জনাই মরণ।
সে জনাকে পেয়েছি বলে দিওয়ানা হয়েছি।
(৩) সুন্দর ফুল
পৃথিবীর পথে পথে ঘুরিয়া
জানলাম আমি ও প্রিয়া
তুমি যে সবচেয়ে সুন্দর ফুল
কদম, কেয়া, বকুল।
হাস্নাহেনা হেসে উঠে কয় রক্তজবা কই
আমি কই, রক্তজবা নয়
এ যে বকুল ফুল।