(১) মাধুরীকে
মাধুরীকে প্রশ্ন করি, তুমি এত হাস কেন?
বলে, আমার হাসি সুন্দর তাই।
আমি বার বার তার হাসি দেখি।
তার হাসি দেখে মনে হয়
আমি যদি তার প্রেমে পড়তাম্।
(২) যে জনাকে খুঁজি
পাখিও মরে যায়।
মরে যায় নক্ষত্র।
মরনা তুমি।
তুমি যেন পদ্মারচরের দ্বীপ হয়ে দাঁড়িয়ে আছ।
তোমাকে দেখে মনে হয়, সেন্টমার্টিন আজ কোথায়?
কবি রামচরণ দে একটি কবিতা লিখেছিলেন, ভালবাসি তোমাকে।
সে কথা যেন আজ সত্যি সত্যি সত্যি হয়ে গেল।
এদেশে এসেছিলেন বতুতা।তিনি বলেছেন, অনেক দেখেছি, অনেক পেয়েছি। তুমি তার শির্ মণি হয়ে দাঁড়িয়ে আছ।
তোমাকে দেখে দেখে মনে হয়, আমি এক অবিরাম তাজমহল গড়েছি।
আবার এসো, আবার হেসো।সেদিন বলব, স্বর্গের সিঁড়িতে বসে বসে তুমি আয়নায় মুখ দেখ।
(৩) বনলতা সেন
বনলতা সেন তুমি কোথায়?
আমার গলায় মালা পরাও।
তোমাকে দেখে দেখে মনে হয়, তুমি চাঁদের অশ্বিনী।
যেদিন তুমি আমার হবে সেদিন বলব, বনলতা সেনের মুখে কলি ফুটেছে।
বনলতা সেনের কানে দুটি ঝুমকা।
একটি আমার, আরেকটি জীবনানন্দকে দেই।৷
জীবনানন্দকে বলি, তোমারটার চেয়ে আমারটা
বেশি সুন্দর।