(১) নদী
নদী তুমি কথা কও।
আমি শুনি, কেবল শুনি।
যেন এক মহারানী আমাকে কথা শোনাচ্ছে।
তোমাকে পেয়ে অটোয়ার ফুল পেলাম।
বলি তোমার কথা।
বলে, সে নয় আমিই পৃথিবীর অমরাবতী।
তুমি যাইতে যাইতে ঘোড়াশাল যাও।
সেখানে দেখবে এক দীপিকা ধান ভানে।
তার গলায় একটি মুক্তো পরিয়ে দিও।
(২) কোন এক হরিণীকে
হেপবার্ন, তুমি এত সুন্দর কেন?
তোমাকে এক জোড়া ফুল দেই।
তুমি বলবে, আমার পায়ে জুতো নেই।
আমি বলব, তোমার পায়ে পারস্য হিল শোভা পাচ্ছে।
তুমি সারা গাজা এলাকা ঘুরে বেড়াও;
তোমাকে এক জোড়া কবুতর উপহার দেই।
মাহমুদ দরবিশ আজ নেই।
থাকলে তিনি লিখতেন, Bird of হেরেম্।
(৩) শেখ মুজিবুর রহমান
শেখ মুজিবুর রহমান তোমাকে নিয়ে কি কবিতা লিখি?
লিখি, শতবর্ষের শ্রেষ্ঠ বাঙ্গালী।
(৪) পীরিত্
সেই নদীর নাম বল যে নদী শুধু উড়ে চলে।
আমি বলব, "তুমি তার।"
তুমি বলবে, "না, তোমার।"
এমনিভাবে দিন যাবে।