(১)তুমি একজনা
দূর থেকে দেখি ভাল লাগে।
কাছে থেকে দেখলে না জানি কেমন লাগত!
তুমি অনেক সুন্দর।
বল কথা মোনালিসার সুরে।
আমি সে গান গাই।
সে গান আমাকে দূরের ঠিকানা দিয়েছে।
আমি সে ঠিকানায় যাই।
তোমার মত কাকে যেন খুঁজে পাই।
(২) মোনালিসা একটি ছবি
লিওনার্দো দা ভিঞ্চির মত কবিতা লিখতে পারিনা।
লিওনার্দো দা ভিঞ্চির মত কবিতা লিখতে পারলে কি হতো!