(১) কি কথা বলি
কৃষ্ণচূড়াকে বলি, এত সুন্দর করে সেজেছ কেন?
বলে আমি তাকে দেখেছি।
সেই থেকে আমি তার কথা ভাবি।
যদি সে আসতো,
লিখতাম আমি আমার প্রিয় কবিতা।
(২) আকাশ লীনা
এ জীবনে আর কোন চাওয়া নেই।
তুমিই সবচেয়ে বড় চাওয়া।
তোমায় কি মালায় গাঁথব?
তোমায় গোলাপ ফুলের মালায় গাঁথবো।