(১) সোনার মাটি
বাংলাদেশের মাটিরে
সোনার চেয়ে খাঁটিরে।
আমি ওগো যেথায় যাই
শুধু তোমায় খুঁজে পাই।
বাংলাদেশের মাটিরে
সোনার চেয়ে খাঁটিরে।
(২) ওগো আমার বনলতা সেন
তোমাকে আমি ভালবাসি।
ভালবাসি মিহি রাত্রের অন্তিম শেষ যাত্রা। সে রাত্রে তুমি এসেছিলে।
তোমাকে পেয়েছি বলে দেখেছি হিমালয়ের শেষ চূড়া।
তোমাকে পেয়েছি বলে দেখেছি চাঁদের বুড়ির এক নিশি কথন।
পাভলভ আমাকে চিঠি লিখেছিল ভালবাসি কিনা।সেটি তার শেষ চিঠিতে উল্লেখ করেছি।
একদিন মরুমায়া মরে যাবে।
মরুঝড় কঙ্কাল হারাবে।থাকবে শুধু তুমি।
তুমি শেষ বাঁশির সুরের লাল পাড় শাড়ি পরে আসবে। আমি শুধু চেয়ে থাকব।বলব, এ আমার রসসিক্ত কবিতা।
জীবনানন্দও রসসিক্ত কবিতা লিখেছিলেন।লিখেননি তোমাকে নিয়ে।
(৩)তুমি কত সুন্দর
ঐ আকাশটাকে প্রশ্ন করি কি দেখ?
বলে, তোমাকে।
আমি সেই তোমাকে দেখি।
তুমি যদি একদিন আমার হতে আমি আকাশ'কে 'না'
বলে দিতাম।
(৪) নীলাঞ্জণা
যেতে যেতে বহুদূর গেলাম।
'তোমাকে' খুঁজে পেলাম।
বললাম, কি চাও?
বলে, একটি ফুল।
একটি ফুল দিলাম।
সে আনন্দে আকাশনীলা।
(৫) ফুলকরী
বাগানে কত ফুল ফুটে।
সবচেয়ে সুন্দর গোলাপ ফুল।
সে ফুল আমাকে ধন্যবাদ দিয়েছে।
কী আনন্দ আমার!
(৬) রাখী
বন্ধু হইয়া কাছে আসিলে।
বন্ধু হইয়া ভাল বাসিলে।
তোমার কি নাম রাখি?
তুমি সুবর্ণারাখি।