(১) প্রেম-নদী
পথের ধারে ফুল' ফোটে
দিন-রাত্রি চাঁদ'নি উঠে।
আমি বলি, তুমি কার?
তুমি বল, সেই তোমার।
আমি ওগো সে গান গাই
দিন-রাত্রি সুখ পোহাই।
সুখ-সাগরে ভাসিয়া
যাই আমি শিমূলিয়া
আমি ওগো সে গান গাই
সুখের কোন অন্ত নাই।
(২) ওগো বিদেশিনী
রাশিয়ার সুন্দরী
এলো এলো আমার বাড়ী।
আমি এখন কি করি?
তাকে শুধু ভেবে মরি।
(৩) অ্যাঞ্জেল
কতদিন তোমার মুখ দেখিনি।
দেখিনি তোমার মুখের ছায়া।
তোমাকে পেয়ে যেন পদ্ম ফুল পেলাম।
তোমাকে নিয়ে কবিতা লিখি।
সে কবিতা পড়েন এলেন পো।
বলে, কতদিন এমন কবিতা জন্ম হয়নি।
জীবনানন্দকে বলি, তুমি কেন ভালবাসো?
বলে, বনলতাকে আমি দেখেছি।
আমি দেখেছি তোমাকে।
তোমাকে নিয়ে লেখা আমার কবিতার নাম, বনলতা সেনের আরেকটি পা।
পদ্মার পাড়ে কত ফুল ফোটে। একটি ফুল দেখতে যাব।সে ফুল বলবে, ' ধন্যবাদ, ধন্যবাদ'।
অ্যাঞ্জেলকে (- প্রপাত) একটি অ্যাঞ্জেল উপহার দেব।বলবে, এতদিনে আমার আমিকে আমি পেয়েছি।
(৪) উতল হাওয়া
যদি পৃথিবীটা প্রশ্ন হয়,
তবে তুমি আমার উত্তর
আমি তোমাকেই খুঁজি
যেন সদুত্তর।