(১) সে জনাকে
সবার আগে তোমার নাম।
আমি তোমাকেই ভালবাসি।
তোমাকে দেখেছি বলে পৃথিবী দেখেছি।
তোমাকে পেয়েছি বলে পৃথিবী পেয়েছি।
তুমি সব নদীর নদী।
সব পদ্মার পদ্মা।
ভিসুভিয়াসের জ্বলন্ত উদাহরণ।
তোমাকে দেখে পাগল হয়ে টলস্টয় লিখেছিলেন, আমি খুব ভালবাসি।
শেলী আজ নেই থাকলে তিনিও লিখতেন।
তুমি লুভরের মোমের মূর্তি হয়ে রেডউডকে সালাম জানাচ্ছ।
আমি গিয়েছিলাম দক্ষিণ চীন সাগরে। সেখানে সাগর ফেঁপেফুলে উঠছে।
বলি, কেন? বলে, তাকে আমি দেখেছি।
সেই থেকে সাগরের ঢেউ প্রশান্তিতে ছেয়ে যায়।
আমি নীল অম্বরের ৩য় স্তর থেকে নেমে এসেছি, তাকে পেয়ে ৭ম স্তরে আমার অবস্থান।
রাক্ষুসী নদী কাকশিয়ালী, তুমি আর হাতইড়োনা; সে এসেছে, তাকে দেখ।
(২) প্রজাপতি
এমন যদি হত
ইচ্ছে হলেই উড়ে যেতাম
প্রজাপতির মতো।
শত রঙের পাখা মেলে
চলে যেতাম অনেক দূরে
দেখতাম আমি বন, নগরী
হাজার, শতশত।
এ ঢাল থেকে ও ঢালেতে
উড়াল দিয়ে যেতাম চলে
বলতাম কথা
মনময়ূরী, পদ্মলক্ষীর মত।
দিদুপূরে ভ্রমরের গায়
রাতদুপূরে চাঁদের আগায়
এমনি করে দিন কাটাতাম
গল্প হত কতো!