(১) ফুল
একটি ফুল ফুটল।
আমি বার বার দেখি।
কী সুন্দর!
এ ফুলটি আগামীকাল যদি আবার ফুটত।
(২)জন্মভূমি
শান্তি সুখের নাইকো শেষ
আমার সোনার বাংলাদেশ।
এখানে ছাগল চরে, কৃষকেরা মাঠে যায়
এখানে বধূরা ধান ভানে দূরের গাঁয়।
এখানে পাখি উড়ে, শাপলা- শালুক কথা কয়
এখানে দক্ষিণ হাওয়া পূবের দিকে বয়ে যায়।
এ আমার জন্মভূমি, এ আমার ঠাঁই
এখানে যেন আমি ফিরে ফিরে জন্মাই।
(৩) সে জনাকে
তোমার ঘনকালো চুলে আমি যেন হারিয়ে যাই।
এ যেন পৃথিবীর অন্ধকূপ।
কাল যে ছেলেটি বলেছিল ভালবাসি,
আজ সে বলে ভালবাসে।
নৌকা বাইতে বাইতে আমি যদি নরওয়ের হ্যামারফাস্টে যাই সেখানেও তোমাকে খুঁজে পাব।
দক্ষিণ মেরুতে যে সূর্য উঠে সেখানেও তুমি আছ।
কাল যে ফুলটি ফুটেছিল, আজ সে নেই।
বলে, সে যদি থাকত তবে থাকতাম।
গাইনী দেবী অরুণিমা যত মহিয়সীর জন্ম দিয়েছেন তার চেয়ে তুমি বেশি মহিয়সী।
কাল ছিলে আজ থাক, পরশুও তুমি শাদা পৃথিবী খুঁজে পাবে।