(১) এক আকাশ নীল

কাকে ভালবাসি?
" তোমাকে। "

কেন?
" তুমি সুন্দর। "


তুমি আরও সুন্দর হতে পারনা আরও ভালবাসতে!

(২) পাখি

একদিন পাখি ছিলাম।
মনের মত উড়তাম।
কত কি দেখতাম।
দেখতাম নদী, সাগর, আকাশ, ঝিল।

আজ পাখি নই, আজ কিছুই দেখিনা।
ঈশ্বর আমাকে আবার পাখি করে দাও।