(১) একটি অমর কবিতা
৭১ এ মারা গিয়েছিল নূর মোহাম্মদ, হামিদুর, রুহুল আমিন।
আজ তারা ফিরে এল।
যেন ৭১ ফিরে এল।
৭১ যদি বার বার ফিরে আসত তাহলে কেমন হত!
( বিদ্রোহী কবিতা)
(২) তোমাকে হারালে!
যদি ভালবাসতাম তোমাকে পেতাম।
আমি ঘৃণা করি; তোমাকে পাব কিভাবে?
আমাকে ঘৃণা করার আরও শক্তি দাও।
( প্রেমের কবিতা, বিরহের কবিতা)
(৪) গোলাপ ফুল
আজ গোলাপের ৩ দিন বয়স।
সে একদিন ফুটবে, সেদিন তার বয়স হবে ৪।
সে যদি হাজার বছর বেঁচে থাকত!