(১) তুমি আমার

যদি বলি ' তুমি সুন্দর ' ভুল হয়ে যায়।
যদি বলি ' ফুল' আমার ' ভুল হয়ে যায়।

ভুল হয়না তোমাকে চাইলে।

সেই তোমাকেই চাই।

(২) নভোবীক্ষ

এত সুন্দর কোথায় পেলে?
    " আকাশতলে। "

সেখানে আমি যাব।

বলব, আকাশ তুমি আজকে থেকে আমার।


(৩) তুমি আমার ফুল

যে পথে তুমি যাও সে পথে আমি যাই।
সবখানে ফুল ভাসে।

তোমাকে খুঁজি।
তোমাকে পেয়ে বলি, শ্রেষ্ঠ ফুলটি হাতে পেলাম।