(১) তোমাকে নিয়ে কবিতা লিখি

কবির কবিতা ভাল লাগে, ভাল লাগে গায়কের গান।
সবচেয়ে ভাল লাগে তোমার গান।

   তুমি কবির কবি।



(১) তুমি আমি তিনজনা

ফুল হয়ে ফুটেছি, চাঁদ হয়ে ঝরেছি - তুমি ধরনি।

আজ ধর; কি মজা পাবে?