(১) ভালবাসা পেয়েছি
ভালবাসা একটি কবিতা।
এটি বার বার পড়ি।
বলি, ভালবাসা এল।
ভালবাসা একটি ফুল।
এটি বার বার দেখি।
বলি, ভালবাসা পেলুম।
ভালবাসা একটি গান।
এটি বার বার শুনি।
বলি, ভালবাসা গিললুম।
ভালবাসা একটি পোক্।
এটি বার বার দেখি।
বলি, ভালবাসা উড়ে গেল।
ভালবাসা আসলে কি? ভালবাসা কিছুই নয়।
এটি শুধু " তোমার " বাসা।
(২) আকাশ ভরা তারা
এ পৃথিবী সুন্দর, সুন্দর তোমার গান।
সে গান আমি ভালবাসি।
তোমাকে পেয়ে বলি, এ আমার অমর কবিতা।
কবিতা লিখেছিলেন জীবনানন্দ, কবিতা লিখেছিলেন চিত্তরঞ্জন।
আজ তারা নেই।
থাকলে নতুন করে কবিতা লিখতেন।
যেখানে যাই তোমাকে মনে পড়ে।
তোমাকে পেয়ে বলি, আকাশের তারা' পেলাম।