(১) ভালবাসা
সকালে ভালবাসি, বিকেলে ভালবাসি।
ভালবাসার কোন শেষ নেই।
আবার যদি ভালবাসতাম।
(২) ভালবেসে একদিন
ভালবেসে একদিন জেনেছি ফুল সুন্দর।
ভালবেসে একদিন জেনেছি পাখি সুন্দর।
ভালবেসে একদিন জেনেছি নদী সুন্দর।
তুমি সবচেয়ে সুন্দর।
তোমাকে নিয়ে কি গান গাই?