(১) তেরটি বছর যেন হাজার বছর
আজ তেরটি বছর খেতে পাইনি।
তেরটি বছর কিভাবে বেঁচে আছি কেউ খবর নেয়নি।
কেউ বলেনি, এক ফোঁটা জল নে।
কেউ বলেনি, পায়ের জুতাটি এত নষ্ট কেন!
আমাকে একটি অশ্বাকৃতির পাথর এনে দে তেরটি বছরের শোক কাটাই।
বলি, একটি পাথর হলেও ভাঙতে পেরেছি।
(২) ভালবাসি ভালবাসি
গতকাল ছিল শুক্রবার, গতকাল ভালবাসতে।
আজ শনিবার আজও ভালবাস।
এমনি করে প্রতিদিন ভালবাসনা কেন?
(৩) স্বপ্নের কবিতা
যে ফুলের ঘ্রাণ সুন্দর সে ফুল ভালবাসি।
বলি, তুমি।
সে ফুল আমাকে অনেক আনন্দ দিয়েছে।
সে ফুল নিয়ে অনেক কবিতা লিখি।
বলি, তুমি আমার কবিতা।
সে কবিতাই শ্রেষ্ঠ কবিতা।
সে কবিতা লিখতে পেরেছি বলে যাযাবর জীবন কাটিয়েছি, সে কবিতা লিখতে পেরেছি বলে বেবিলন গিয়েছি।
সে কথা আজ মনে পড়ে।
সে কথা মনে পড়লে দুচোখ জলে ভেসে যায়।
সে কবিতা আনন্দের সাগর, সে কবিতা আনন্দের মহা আটলান্টিক।
সে কবিতায় আমি সাঁতার কাটি।
বলি, এমন আনন্দ কোথাও নেই।
ঘুরেফিরে একটি প্রশ্নই আসে, তুমি কার?
সে কবিতা তাকেও ছেড়ে গেছে।
(৪) ভালবাসা
যার যা কিছু সুন্দর সব তুমি।
তোমাকেই বলি, ভালবাসি।
(৫) শেষের কবিতা
যে কবিতা আমি লিখি সেটি তুমি।
সে কবিতার কোন শেষ নেই।