(১) যে যা বলে বলুক ভালবাসি
আমার নাম আকাশ।
আমি তোমাকে দেখি।
তোমাকে পেয়ে বলি, আমার আকাশে একটি ফুল ফুটল।
আমার যদি আরও একটি আকাশ থাকত তবে কেমন হত!
(২) যদি ভালবাসতে
নদীরও নাম আছে সাগরেরও।
নাম নেই তোমার।
কি নামে তোমায় ডাকি?
সে নাম ' অজানা '।