(১) কাল যে ছিল সুন্দর আজ সে অনন্যা
হারিয়ে যাওয়ার গল্পটি বলি।
আমি তোমাকে দেখে হারিয়ে গিয়েছিলাম।
সেদিন কত ফুল ফুটেছিল।
আজ একটিও নেই।
আমি আবার কবে হবে হারিয়ে যাব?
(২) ভালবেসে জেনেছি
ভালবাসার তিন নাম।
একটি 'সুন্দর' ।
সে নাম আমি মুখস্ত করি।
বলি, তোমার নাম ভালবাসা কেন হয়না?