(১) বঙ্গবন্ধু
আজও বাংলাদেশের আকাশে বাতাসে যে নাম ভাসে সেটি বঙ্গবন্ধু।
কালও বাংলাদেশের আকাশে বাতাসে যে নাম ভাসবে সেটি বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর আসলে কি কোন শেষ আছে?
বঙ্গবন্ধু আছেন, বঙ্গবন্ধু থাকবেন।
(২) ভালবাসা
তোমাকে একদিন একটি ফুল দিয়েছিলাম, সে কথা তোমার মনে নেই।
তোমাকে একদিন একটি রব শুনিয়েছিলাম, সে কথা তোমার মনে নেই।
তোমাকে একদিন একটি তুলি বিঁধেছিলাম, সে কথা তোমার মনে নেই।
তোমার কি মনে আছে? শুধু ঘৃণা।
এমনি করে দিন যায়না!
(৩) ভালবাসা
তোমাকে একদিন ভালবেসেছিলাম সে কথা জানাই বনলতাকে।
তোমাকে একদিন ভালবেসেছিলাম সে কথা জানাই ডায়নাকে।
বলে, আরও ভালবাসনা কেন?
বলি, সে আর সে নেই।
(৪) নগ্নতা
নগ্ন তুমি হাফ প্যান্ট পর।
তুমি জুতা পায়ে দাও।
তোমার চোখে চশমা উঠুক।
তুমি অতুলনীয়ার গান গাও।
তোমাকে নিয়ে কবিতা লিখুক সুভাষ মুখোপাধ্যায়।
এতকাল কোথায় ছিলে? আজ এলে।
যেন কোন্ সাত পাহাড় কথা বলতেছে।