(১)ভালবাসা


. কবির কোন দুঃখ নেই।
  কবির দুঃখ একটাই, সে আমার হলোনা।
কবিকে বলি, আরও ভালবাস।
কবি বলে, আমাকে যে ভালোবাসতেই হবে!

(২) ভালবাসা


তোমাকে একটি গোলাপ দিলাম।
তুমি বললে, সুন্দর।
আমি এ গোলাপের ঘ্রাণ নিলাম।