(১) তুমি আমার কবিতা
তুমি কেমন করে গালে তিলক আঁক আমাকে জানাইও।
আমি তোমার মত আঁকতে চেষ্টা করব।
যদি তোমার মত না হয় বলব তোমারটি সুন্দর হয়নি।
(২) মা
আমার মায়ের কথা খুব মনে পড়ে।
মা বলতেন, তুই অনেক বড় হবি।
আজ আমি অনেক বড়।
আজ মা নেই; আজ কে বলবে তুই বড় হয়েছিস?
(৩) ভালবাসা-২১
হাতের চশমা, গায়ের জামাটি খুলে তুমি কোথায় গেলে? শাপলার ঘাটে।
সেখানে একটি ফুল দেখে বললে, ভালবাসি।
আমি বলি, সব পর দেখবে সবাই বলবে ভালবাসি।