(১) তুমি আমার কবিতা -৩
এমন নদী দেখিনি যা বয়ে চলেনা।
বয়ে চলে পদ্মা, বয়ে চলে মেঘনা,বয়ে চলে যমুনা।
সবচেয়ে বেশি বয়ে চল তুমি;
তোমাকে কি নদী নাম দেব?
(২) আকাশনীলা
হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে।
খেলতে গেলে তোমার কথা মনে পড়ে।
চলতে গেলে তোমার কথা মনে পড়ে।
তোমার কথা মনে পড়েনা কখন?
তোমার কথা মনে পড়ে সবসময়।
তুমি এমন কেন?
তার চেয়ে তুমি আমাকে মেরে ফেল।