(১) ভালবাসা একটি সাগর নদী
তুমি এত সুন্দর করে হাস আমি জানতামনা।জানলে তোমাকে একটি ফুল পাঠাতাম। তুমি বলতে এত দিনে মনের মত কিছু পেলাম।
তুমি হাসলে তারা চেয়ে থাকে। তাদের কি কোন কাম্ নাই? তাদেরকে নাম দিয়ে দাও, আকামিলা জগৎশেঠ।
তোমার দুই গালে দুটি তিলি।তার একটি আমাকে দিলে কেমন হয়? না না তুমি কষ্ট পাবে সেটি তোমারই থাক্।
তুমি পথের ধারে যেওনা। সেখানে এক বিরাট সাপ। সেটি তোমাকে কামড়ে দিতে পারে। সেটি তোমাকে কামড়ালে আমি কি নিয়ে বাঁচব? আমি কি হাওয়া খেয়ে বাঁচব?
তুমি ২০২ নম্বর রুমে ( finest)থাকবে। সেখানে আমি আসব।সেখানে অনেক কথা হবে।
(২) তোমার তুলনা শুধু তুমি
চাঁদ তারা আর সূর্য এ তিন সুন্দর, এ তিনকে ভালবাসি।
তুমি যদি তাদের মত হতে তাহলে কি হত?
তুমি তাদের চেয়েও সুন্দর আমি কি বলব?
(৩) তুমি আমার মোনালিসা
মোনালিসার কাছে প্রশ্ন ছিল, তুমি সুন্দর কিনা।
বলে, হ্যাঁ সুন্দর।
আমি বলি, আমি এ প্রশ্নটি নিলাম।
তুমি বল, তুমি চিরকাল বেঁচে থাক।