(১) তুমি আমার ভালবাসা

তুমি যে জনাকে ভালবাস তার নাম কি?
অরুন্ধতী।
অরুন্ধতীকে বল তোমাকে ভালবাসতে।
যদি না বাসে আমাকে বোলো;
আমি তাকে মেরে ফেলব।

(২) তুমি আমার কবিতা -৮

ঐ চাঁদটা সুন্দর।
চাঁদটা দেখলে তোমার কথা  মনে পড়ে , তুমি কত সুন্দর ছিলে!
তোমাকে দেখলে ফুল, পাখি, লতারা লজ্জা পেয়ে যেত।
তুমি কি সেই আগের মত আছ?
থাকলে আমাকে একটি লজ্জাবতী ফুল পাঠিয়ো সেটা দেখে দেখে আমি তোমাকে স্মরণ করব।