(১) নয় কবিতা নয় ছড়া
তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমার জানা নাই।
একটি ফুল দিয়ে দিয়ে শুভেচ্ছা জানালে ভাল হত।
সেটি কি?
নিশ্চয়ই গোলাপ।
না না সেটিও কম হয়ে যায় রাফলেসিয়া হলে ভাল হত।
(২) তুমি আমার হাজার তারার দেশ
প্রথম ফোটা ফুলটি কেমন হয়?
ভাল হয়।
তুমিও প্রথম ফুটেছিলে।
বলা হয়নি ভালবাসি।
তোমাকে ভালবাসি বলা উচিত ছিল।