(১) তুমি হাওয়াই দ্বীপের বাসিন্দা
সবার নামের শেষে হেস্ আছে তোমার নামের শেষে হেস্ নেই।
তুমি হেস্ যুক্ত কর।
হেস্ যুক্ত করলেই সবচেয়ে সুন্দর লাগবে।
তুমি বলবে 'গোলাপ '।
আমি বলব না না এটি সবচেয়ে সুন্দর ফুল।
(২) তুমি আমার পুষ্পকলি
তুমি হাসতে জান। গাইতে জান। ছবি আঁকতে জাননা!
ছবি আঁকলে কি হবে?
সবচেয়ে সুন্দর ফুলটি পাবে।
তাহলে এখন থেকে আমি শুধু ছবিই আঁকব।
(৩) তুমি আমার সুগন্ধা ফুল
মোনালিসা এল চুড়ি, শাড়ি, গহনা নিয়ে।
আমি বলি, বালা কই?
সে বলে, এখানে।
এরপর সে বালা বের করে নিয়ে পরতে লাগল।
আমি বলি, এখন সবচেয়ে সুন্দর দেখায়!
(৪) হাতে একটি গোলাপ
তুমি প্রথম ফোটা ফুল।
তোমাকেই ভালবাসি।
বলি, ২য়বার যদি ফুটতে?
বল, ২য়বার কে দেখবে?
আমি বলি, আমি।
তোমাকে দেখার কোন শেষ নেই।
(৫) গোলাপ ফুলের গোলাপ সুন্দর
হাজার হোক তুমি আমার গোলাপ।
তোমাকেই ভালবাসি।
তুমি যদি না ফুটতে আমি কি করতাম?
আমি মরে যেতাম।
তুমি বার বার ফুট আমি নতুন জীবন লাভ করি।