(১)  তুমি এক গান

অনেক কথার কথা তুমি।
অনেক ছবির ছবি।
অনেক গানের গান।
অনেক তানের তান।

তোমাকে নিয়েই কবিতা লিখি।
সে লেখা হ্যামারফাস্ট ছুঁয়ে যায়।

দাদু বলেছিলেন, তুই অনেক বড় হবি।
আজ আমি অনেক বড়।
বড় হয়ে তোমাকে খুঁজি।
তোমাকে পেয়ে বলি, দাদু তোমার কথা মিথ্যে হয়না।

কবিরা ঘুমায়না,কবিরা জেগে থাকে।
জেগে জেগে বলে, ঐ যে এসেছে।

চাঁদনী রাতে পাহারা দিতে দিতে কাকে খুঁজি?
তোমাকে।
তুমি এসেযাও।

বুদ্ধদেব গুহের পত্নী অনেক আগেই মারা গিয়েছিলেন।
তিনি বলেছেন, তুমি থাকলে তিনি আর কবিতা লিখতেননা।

ঐ দ্বারে যেওনা; ঐ দ্বারে অনেক ফুল।
তার একটি বলবে, তুমি এসোনা।

ভিঞ্চি অনেক ছবি এঁকেছিলেন।
সবচেয়ে সুন্দর মোনালিসা।
মোনালিসা এঁকে তিনি বলেছিলেন, আমি যদি আরেকটি ছবি আঁকতে পারতাম।

দুই নম্বর ছবিতে অনেক পর্ণ দেখা যায়।তার একটি যদি তুমি হতে তবে কেউ আর ছবি দেখতনা।

(২) পাখি

আমার সবচেয়ে প্রিয় শব্দ কোনটি? " যদি আমি উড়তে পারতাম। "

উড়তে পারলে দেখতাম আকাশ, বাতাস, সাগর, নদী।

মহারানী ভিক্টোরিয়াকে বলতাম, " তুমি উড়তে পারনা"।
মহারানী হেসে উঠে বলতো, "একদিন আমি উড়ব"।

৩ দিনে একদিন হয়।একদিন আমি উড়ি।এই একদিন- ই আমার প্রিয়।

কবি পাভলবের বড় শখ ছিল উড়ার।তিনি উড়তে পারেননি। আজ তার অনুসারীরা উড়ে।