(১)রূপ হে

ঘটনাচক্রে তুমি আমার।
সে কথা কোন কবিতায় লিখি?
'তুমি আমার সুন্দর ' সে কবিতায়।


(২) ভালবাসা ফুটন্ত গোলাপ

মনের ঘরে একটি ফুল ফুটে।
সেটি তুমি।
আমি দিন-রাত দেখি।
বলি, কাকে যেন পেলাম।

এ জীবন ভালবাসাহীন গেলে কোন দুঃখ নেই।
সেটি তুমি ।
বলি,  কাকে হারালাম!

(৩) কি কথা বলি

ঐ আকাশটাকে বলি," তুমি আর দেখোনা, আমি দেখব"।
তার চুলের ভাঁজে ভাঁজে পদ্মার ফুল শোভা পায়।
আমি হেমলক পান করি, আর তাকে স্মরণ করি।

কত কবিতা লিখেছেন গ্যেটে, দান্তে। তার একটিও কবিতা হয়নি। আমি তাকে নিয়ে কবিতা লিখি। সে কবিতার নাম, বনলতাসেন তুমি আমার। সে কবিতা পড়ে সবাই বলে, বাহ, বাহ।

কাল যে তারাটি ফুটেছিল সেটিও তোমার কথা বলেছিল। তুমি সারা আকাশ জুড়ে ছিলে।

সব ফুলে ফুলে কাঁটা আছে, এ ফুলে নেই। এ ফুলটি নাও। এফুল' আমার।

কাল যে ফুলটি ফুটবে সেটি তোমার কথা বলবে।সেটি তোমার নাম।

১, ২,৩ গুনি, ৪ গুনলে কি হতো!