(১) অনন্ত ফুল
চাঁদ, সুরুজ আর গ্রহ তারা - এ তিনকে ভালবাসি।
এ তিন তোমার নাম।
তুমি যেন অনিন্দ্য পুরের অনন্ত ফুল।
আমি বার বার ডাকি।
কি কথা বলে আমায়; আমি বয়ে যাই।
তোমার নামে চিঠি লিখেছি, তোমার নামে পত্র এঁকেছি, কত কথা বলেছি ; সে শোনেনি। শুনেছ তুমি। সে কথা ডায়রিতে আঁকি
(২) একদিন প্রতিদিন
সব কথার কথা তুমি।
সব গানের গান।
কি কথা তোমায় বলি?
"তুমি ছিলে তিন তারার দেশে।"
(৩) সে গল্প
একদিন ভালবাসা ছিল; একদিন আলো ছিল।
আজ ভালবাসা নেই আজ আলোও নেই।