(১) কলম
কলম তুমি কার ইতিহাস লেখ?
"পৃথিবীর "।
তোমার ইতিহাস লিখবে কে?
সে জনার জন্ম হয়নে।
(২) সেজনাকে
আমার জনম যাবে তোমায় খুঁজিয়া
আমার জনম যাবে তোমায় বুঝিয়া।
তোমায় আমি পেলাম কি?
তুমি আমার শেষ-রাতি।
(৩) কবিতা
আরও একটি ফুল দাও;
সেটি সবচেয়ে সুন্দর।
সেটি নিয়েই কবিতা লিখি, তুমি সবচেয়ে সুন্দর।