(১) কাল ছিল শুক্রবার


ভালবাসার নাম বসন্ত।
সে আজ আসল।
যেন চারিদিকে ফুল ফুটল।
আমি একটি একটি করে ফুল হাতে লই।
আমাকে ধন্যবাদ জানায়।

ভালবাসার আরেক নাম অ্যাথেন্স নগরী।
সেটি আজ নেই।
থাকলে সবাই তাকে ভালবাসত।

কালনী নদীর পানিতে  যে সিঙ্গাড়া ফল ভাসে সেখানেও ভালবাসা আছে।সবাই তাকে হাতে লয়, মুখে পুরে, বলে মিষ্টি।

যে ভালবাসা নিয়ে অসীম আকাশ নির্ঘুম ঘুম যায়; সে বলে ভালবাসা যেন কোনদিন ফুরায়না।

দক্ষিণ মেরুতেও ভালবাসা আছে, উত্তর মেরুতেও।উত্তর মেরু বলে আমি(সে) কেন দক্ষিণ মেরুতে যাইনা?

আমাদের দেশে এক নদী আছে।সেখানেও ভালবাসা আছে।
আমি একদিন ডুব দেব, দেখব ভালবাসা কত মধুর।

ভালবাসার জন্য জীবন দিয়েছিলেন ফ্রান্সেসকা।
তিনি বলেন, আমি যদি ভাল না বাসতাম তাহলে হাজার বছর বেঁচে থাকতাম।।

ভালবাসা সেই নদীর জল যেখানে পানি নেই। সবাই বলে এখানে আসব আর পানি খুঁজব।

ভালবাসা এই গ্রহের ফুল।
সবাই বলে, আমি যদি এটি হাতে নিতে পারতাম!

ভালবাসা এক দেশের এক কল্প কাহিনী।
সবাই বলে, আমি যদি সেই দেশের কেউ হতে পারতাম।

কাল যে ছিল আমার, আজও সে আমার, পরশুও সে আমার থাকবে।

(২) তুমি সুন্দর

ঐ আকাশে ফুল ফুটে।
আমি চেয়ে থাকি।  
বলি,এমন  একটি ফুল যদি আবার  ফুটত।

(৩) কত কথা

এমন একটি দিনের নাম বল যেদিন তুমি আমার ছিলে।
আমি সেদিনে ফিরে যাই।
কত আনন্দ!
এমন দিন যেন জীবনে বার বার আসে।

(৪) যা যা বলি

এমন একটি ফুলের নাম বল যেটি সবচেয়ে সুন্দর।
"গোলাপ ফুল"।
ফুলটি যদি আমার হতো!