(১) দুঃখের কবিতা
আমার টাকা নাই পয়সা নাই
কোথায় যাই কোথায় যাই!
এমন একটি দেশ বল
সেথায় যাই, সেথায় যাই।
(২) অনেক কথা অনেক গান
আজ আকাশটা নীল; আজ বড় ভাল লাগে।আজ দক্ষিণ আকাশে তারা ফুটেছে, সেটাও ভাল লাগে।
ভাল লাগে ' তোমার ' মুখ।
আজ কেউ এলে তাকে ধন্যবাদ না জানিয়ে পারবনা।
আজ রূপসীরা দল বেঁধে বেঁধে কার যেন গান গায়।তার গান শুনতে ইচ্ছে জাগে।
আজ দুজনে মিলে রূপসার তীরে বেড়াতে গেলে ফুল খুঁজব।ফুল খুঁজে খুঁজে বলব, তুমিও ছিলে।
এমনি করে দিন যাক। এমনি করে দিন গেলেই আমি ভিক্টোরিয়ার রানী।
কাকে ভালবেসে প্রথম কবিতাটি লিখেছিলাম তা আজ মনে নেই। সে থাকলে বড় ভাল হত।
দক্ষিণ দিকে মুখ ফিরিয়ে রাখি, কার যেন কথা শোনা যায়।
দূর আকাশের গায় কে যেন গান গায়, সে গান শুনতে বড় ইচ্ছে জাগে।
প্রথম যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন না জানি কি ছিল!