(১) নাস্তার টেবিলে
ভালবাসা একটি ফুল।
এটি বার বার আসে।
এটিকে এড়ানো যায়না।
বলি, ভালবাসি।
ভালবাসার নদীতে সাঁতার কেটে ছিলেন লিওনার্দো।
তিনি আজ নেই।
থাকলে বলতেন, আবার স্বাদ নিতাম।
ভাল বেসে বেসে মরে গিয়েছিলেন ক্লিওপেট্রা।
তিনি আজ নেই।
থাকলে বলতেন, আবার পরীক্ষা নিতাম।
ভালবাসে সাগর, ভালবাসে নদী, ভালবাসে দূরের পাহাড়।
ভালবাসিনা আমি।
আমি কেন ভালবাসিনা তার পরীক্ষা হোক্।
ভালবাসা এক হরিণীর গল্প।সে শুধু উড়ে বেড়ায়।উড়ে উড়ে বলে, ভালবাসা নেই।
আমি বলি, ভালবাসা যদি না থাকত তবে তুমি উড়তে কেমন করে?
ভালবাসা এক বিশাল নদী।
সেখানে সবাই সাঁতার কাটে।
কেউ মজা পায়, কেউ পায়না।
আমি বলি, তুমি কেন পেলেনা?
(২) এমন কথা
তোমার চুলে ফুল ফুটে সেটি আমি দেখি।
তোমার হাতে কাঁকন বাজে সেটি আমি দেখি।
তোমার পায়ে নুপুর দোলে সেটি আমি দেখি।
কিন্তু এমন কেন?
তোমাকে দেখার চোখ বুঝি আর কারো নেই!