(১) প্রেম আখ্যাণ

যে ফুলে তোমার নাম সে ফুলে আমার নাম।

     কে লিখেছে?
     জীবনানন্দ।

তাকে বলি, তুমি আরও একটি কবিতা লেখ।

(২) যে কবিতা আমি লিখি

সকল মরার সেরা মরা তোমার জন্য মরা।
এ মরা আমি কবে মরতে পারব?

(৩) শ্রেষ্ঠ কবিতা

যতই দেখি ততই মুগ্ধ হই।

  যেন কবিতার কবিতা।

এ কবিতা লিখেছিলেন জীবনানন্দ দাশ্।

তাকে বলি, তুমি এ কবিতা লিখলে কিভাবে?

(৪) অনেক সাধনার সাধ

যে কবিতা আমি লিখি সে কবিতা ' তুমি '।

তুমি বার বার আস।

বলি, এ কবিতা বার বার আসুক।

কতকাল আমি মেম্ফিসে ছিলাম, কতকাল আমি অ্যাথেন্সে ছিলাম।
আজ তুমি আসলে।
যেন আকাশের পঞ্চ তারা হাসল।

দুই নয়নে তোমাকে দেখি।
তুমি সবচেয়ে বড় সুন্দরী।
বলি, এ কবিতার চেয়ে শ্রেষ্ঠ কবিতা আমার জানা নেই।

উত্তর দিকে এক কদম, দক্ষিণ দিকে এক কদম; দু কদম হাঁটব।
সব কদমে তুমি বার বার আসবে।

মঙ্গলেও একটি চাঁদ আছ।সেখানেও তুমি আছ।
তোমাকে পেয়ে বলি, মঙ্গল তুমি ধন্য।